হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল প্রকল্পে সাব-কন্ট্রাক্টর প্রতিষ্ঠানের প্রায় ৯০ কোটি টাকা বকেয়া না দেওয়ায় ঠিকাদারি প্রতিষ্ঠান এডিসি’র তিন জন কোরিয়ান নাগরিকের বিরুদ্ধে জারি হওয়া গ্রেপ্তারি পরোয়ানার পলাতক বিষয়টি সংবাদপত্রে বিজ্ঞপ্তি আকারে প্রকাশের অনুমতি দিয়েছেন আদালত।
বুধবার (১৯ নভেম্বর) ঢাকার মুখ্য মহানগর হাকিম (সিএমএম) আদালত এই অনুমতি দেন। আদালতে বলা হয়, পলাতক তিন কোরিয়ান হলেন— কিউংজু কাং, ইর্য়কওয়ান চোই ও জুয়োক ইয়াং। এছাড়া শর্তসাপেক্ষে হিসোক কিম ও বাংলাদেশি নাগরিক মো. সায়েম চৌধুরী জামিনে মুক্ত আছেন। তারা আদালতে উপস্থিত না হওয়ায় বিচারক তাদের বিরুদ্ধে অনুপস্থিতিতে বিচার কার্যক্রম শুরু করার নির্দেশ দেন।
এর আগে প্লিয়াডিস কনস্ট্রাকশন অ্যান্ড কনসাল্টিং লিমিটেড-এর ব্যবস্থাপনা পরিচালক মো. জুবায়ের আখতার চৌধুরী মামলাটি দায়ের করেন। মামলায় উল্লেখ করা হয়, থার্ড টার্মিনালের মূল ভবন, মাল্টি-লেভেল কার পার্কিং (এমএলসিপি), এক্সপোর্ট ও ইম্পোর্ট কার্গো টার্মিনাল, আইপিপি, আইপিআর, জেনারেটর হাউস, এসটিপি, ডব্লিউএসএস, পিডব্লিউটিপি, এজিএস, আরএফএফএস সাবস্টেশনসহ বিভিন্ন স্থাপনার কাজ প্লিয়াডিস কনস্ট্রাকশন করেছে।