গাজীপুরের বাঘেরবাজার এলাকায় একটি কয়েল কারখানায় লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে।
বুধবার (১৯ নভেম্বর) বিকেলে বাঘের বাজার এলাকায় লাগা এই আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের কর্মীরা। আগুন নেভাতে কাজ করে দমকল বাহিনীর ৯টি ইউনিট।
গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মো. মামুন এ তথ্য নিশ্চিত করেছেন। তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা জানাতে পারেননি তিনি।