ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৭৮৮

ডেল্টা টাইমস ডেস্ক:
প্রকাশ: রবিবার, ০৭ ডিসেম্বর, ২০২৫, ১২:০০ দুপুর আপডেট: ১৯.১১.২০২৫ ১২:৫৬ রাত
প্রিন্ট + -
ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৭৮৮
দেশে এডিস মশাবাহিত ডেঙ্গু আক্রান্ত হয়ে একদিনে (গত ২৪ ঘণ্টায়) আরও ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে সারাদেশে ৭৮৮ জন ডেঙ্গুরোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। চলতি বছরে এ যাবত ডেঙ্গুতে মোট ৩৪৯ জনের মৃত্যু হয়েছে।

বুধবার (১৯ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
 
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মারা যাওয়া ছয়জনের মধ্যে দুজন ঢাকা উত্তর সিটি করপোরেশনের, একজন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের এবং তিনজন রাজশাহী বিভাগের বাসিন্দা। 
কে নিউস