বিদেশে বসে থেকে নিজের পছন্দের প্রার্থীকে পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার জন্য এখন পর্যন্ত বিভিন্ন দেশ থেকে ভোট দেওয়ার জন্য “পোস্টাল ভোট বিডি” অ্যাপে প্রবাসী নিবন্ধন করেছে ১ লাখ ৬৮ হাজার ৫১৬ জন।
বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) সকালে ইসির ওয়েব সাইটে (https://portal.ocv.gov.bd/report/by-country) থেকে বিষয়টি জানা গেছে।
ইসি কর্মকর্তা বলেন, ‘বিগত পোস্টাল ব্যালট অকার্যকর ছিল। এজন্য আইটি সাপোর্টেড পোস্টালে ভোট নেওয়ার সিদ্ধান্ত নিয়ে তা বাস্তবায়নও করেছে কমিশন। প্রবাস থেকে ভালো সাড়া পাচ্ছি। এখন আইনি হেফাজতে থাকা ব্যক্তি, ভোটের দায়িত্বে নিয়োজিতদের নিবন্ধন সময় আসলে বোঝা যাবে তারা কতটা আগ্রহী।’