৭ ডিসেম্বর ইসির সভা, এরপর নির্ধারিত হবে ভোটের দিন

ডেল্টা টাইমস ডেস্ক:
প্রকাশ: রবিবার, ০৭ ডিসেম্বর, ২০২৫, ১২:০০ দুপুর
প্রিন্ট + -
৭ ডিসেম্বর ইসির সভা, এরপর নির্ধারিত হবে ভোটের দিন

নির্বাচন কমিশন (ইসি) রোববার (৭ ডিসেম্বর) সভায় বসছে কমিশন। সভা শেষে যেকোনো দিন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার।

মঙ্গলবার (২ ডিসেম্বর) নির্বাচন অনুষ্ঠানের প্রস্তুতি সম্পর্কে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।

দেশে জাতীয় নির্বাচন আয়োজন নিয়ে রাজনৈতিক দলগুলো ও সাধারণ মানুষের মধ্যে দীর্ঘদিন ধরেই আলোচনা চলছে। সাংবিধানিক বাধ্যবাধকতা অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যেই নির্বাচন সম্পন্ন করতে হবে, আর এ লক্ষ্যে ইসি ইতোমধ্যে প্রাথমিক প্রস্তুতি শুরু করেছে।

কে নিউস